মঙ্গলবার, ২১ মে, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বাঘায় পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকেরা 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

বাঘায় পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকেরা 

রাজশাহীর বাঘায় পেঁয়াজের চারা রোপণ করতে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন। নিজের জমিতে আবার কোন কোন চাষী বর্গা হিসেবে পেঁয়াজ চাষ করছেন যা চোখে পড়ার মত। পেঁয়াজ চাষী শীতল মোল্লা ও জমসেদ মোল্লা (৭২), আব্দুল্লাহ, ইয়া হক বলেন পেঁয়াজের চারা ক্রয় করে রোপণ করছি। 

আবার কেউ কেউ বলেন, আমরা কৃষি সম্পসারণ অফিস থেকে প্রণোদনা বীজ নিয়ে চারা তৈরি করে নিজ জমিতে পেঁয়াজের চারা রোপণ করছি। পেঁয়াজ চাষে ব্যপক খরচ হয়। শ্রমিক, সার, কৃটনাশক, ৭/৮ বার সেচ দিতে হয়। গত কয়েক বছর আগে অস্বাভাবিক ভাবে ২শ টাকা দরে পেঁয়াজ বিক্রয় হয়েছে। 

আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ চাষীরা পেঁয়াজ চাষে আগ্রহী। উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভাধীন এলাকায় কমবেশী চাষ হয়েছে। 

কৃষক সোহেল, কালাম, কামরুল, নাসির, বাদশা, নেকবার, দুঃখু, কামাল, নাদেশ বুদু বলেন, পেঁয়াজ চাষে আসলেই একটু খরচ বেশি হয়। যারা চাষাবাদ করে তারাই ভালো জানেন। বাংলাদেশ সরকারের কৃষি সম্পসারণ অধিদপ্তর যেন আমাদের একটু দেখা-শোনা করে ও পেঁয়াজের স্বাভাবিক নিজের ও দেশের চাহিদা মিটিয়ে পেঁয়াজের স্বাভাবিক দাম পাবো বলে আশায় বুক বেঁধে পেঁয়াজের চাষবাদ করছি। 

এ ব্যপারে কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ২০০ হেক্টর জমিতে চারা পেঁয়াজের চাষাবাদ করা হয়েছে ও চলছে এবং উৎপাদনের লক্ষমাত্রা পার হেক্টর প্রতি ১৯.২৫ টন। নতুন প্রযুক্তিতে পেঁয়াজ চাষে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিনামূল্যে সার, বীজ, বালাই ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দিয়েছি। ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।  

টিএইচ